বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েকদিন। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ। এরই মধ্যে বেশীরভাগ দেশই প্রকাশ করেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড়। তবে মূল স্কোয়াড় ঘোষণা করার সময় ছিল আ🅰জ পর্যন্ত। শেষ দিনে এসে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘ꧅োষ𝓀ণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আগের স্কোয়াড় থেকে বাদ পড়েছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, প্রবীন জয়াবিক্রমা𒉰, মিনোদ ভানুকা, আসেন বান্দারা, লাকসান সান্দাকান ও রমেশ মেন্ডিস।
রিজার্ভ দল থেকে লাহিরু ক💃ুমারা, আক🎃িলা ধনঞ্জয়া ও বিনুরা ফার্নান্দো জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে।
আগামী ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্ব🌌কাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা।
বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সি🙈লভা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুণারত্নে, ওয়ানিন💛্দু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া ও বিনুরা ফার্নান্দো।